ফ্রিল্যান্সিং কোর্স টা কমপ্লিট করতে নিচের যেকোনো একটি প্যাকেজ কোর্স এ ভর্তি হতে পারবেন।
শুধুমাত্র ফ্রিল্যান্সিং শিখে আপনার কোন লাভ হবে না কেননা অবশ্যই মার্কেটপ্লেসে কাজ করার জন্য আপনাকে কোনো একটি সেক্টরের কাজ ভালোভাবে জানতে হবে।
- গ্রাফিক ডিজাইন এবং ফ্রিল্যান্সিং কোর্স একসাথে 7500/- ( মেয়াদ 4 মাস)
- ওয়েব ডিজাইন এন্ড ফ্রিল্যান্সিং কোর্স একসাথে 9500/- (মেয়াদ 6 মাস)
- ডিজিটাল মার্কেটিং ও ফ্রিল্যান্সিং কোর্স একসাথে 7500 (মেয়াদ 4 মাস)
- এসইও ও ফ্রিল্যান্সিং কোর্স একসাথে 7500 (মেয়াদ 4 মাস)
কেন এই প্যাকেজ কোর্সে ভর্তি হবেন:
ছাত্র/ ছাত্রীদের সুবিধার্তে স্বল্প খরচে ফ্রিল্যান্সিং এর সকল কাজ শেখানো হচ্ছে এই প্যাকেজ কোর্স এ।
ধরে নিন আপনি কোন একটা টপিক নিয়ে কাজ শিখলেন সেটার জন্যই তো খরচ করবেন ই এবং পরবর্তীতে ফ্রিল্যান্সিংয়ের জন্য আলাদাভাবে অনেক অর্থ খরচ করতে হবে।
এই কথা মাথায় রেখে আমরা আমাদের কোর্সগুলোর সাথে স্বল্পমূল্যে ফ্রিল্যান্সিং কোর্স অ্যাড করে কয়েকটি প্যাকেজ করেছি। আশা করি বুঝতে পেরেছেন তারপরও কোন বুঝতে অসুবিধা হলে অবশ্যই আমাদের কন্টাক্ট নাম্বার এ যোগাযোগ করবেন অথবা সরাসরি আমাদের অফিসে আসবেন ধন্যবাদ।