Youtubing বলতে আমরা সহজে যা বুঝি:
ইউটিউব মূলত ভিডিও দেখার একটি জনপ্রিয় মাধ্যম। আর ভিডিও তৈরি করে আয় করার মাধ্যমকে ইউটিউবিং বলে। ইদানিং আমাদের তরুন সমাজ এই দিকে বেশি ধাবিত হচ্ছে। কারণ ইউটিউব এমন একটা মাধ্যম যেখানে আপনার ভিডিও সারা দুনিয়ার মানুষ দেখতে পারবে। আর রাতারাতি অর্থ আয়ের পাশাপাশি সেলিব্রেটি হয়ে যাবে খুবই শীঘ্রই। ইউটিউবে প্রায় সব ধরনের ভিডিও পাওয়া যায়। এখানে কমেডি ভিডিও, টিউটোরিয়াল ভিডিও, প্রাঙ্ক ভিডিও, মডেলিং, সিনেমা, গেমিং, স্পোর্টস, বিভিন্ন পণ্যের রিভিউ, নিউজ সহ প্রভৃতি ভিডিও আছে।